“দাদুভাই ভেগেছেন”


দাদুভাই তিন বার

দিয়েছেন ম্যাট্রিক

প্রতিবার ফেল করে

করেছেন হ্যাট্রিক।

এবারও ফেল করে

দাদুভাই ভেগেছেন

তাই দেখে দাদীমা

বড্ড রেগেছেন।

 

দিন গেলো কয়েক

দাদুভাই আসেনা

দাদীমার মন খারাপ

চিন্তায় বাঁচেনা।

 

আঁচলে মুখ ঢেকে

দাদীমা কাঁদেন

দাদুভাইকে খোঁজে শুধু

বড় ছেলে নরেন।

 

অনেক খোঁজা হলো

দাদুভাই কোঁথানেই

রাত জেগে অপেক্ষা

দাদীমার ঘুম নেই।

 

 

মাস পর দাদুভাই

ফিরলেন বাড়ি

দাদীমার বাঁকা মুখ

দিয়েছেন আড়ি।

 

চুপিচুপি কাছে এসে

দাদুভাই বলেন

বেশি তুমি চেঁচিয়োনা

শুনবে নরেন।

 

এবারও দেবো ম্যাট্রিক

পাশ করবো নিশ্চয়ই

একটু হাসো দেখি

খাওয়াবো বগুড়ার দই।

About যাদব সূত্রধর

ভালবাসি পড়তে, লিখতে। স্বপ্ন চলচ্চিত্র নির্মাণ করা ।

Posted on অক্টোবর 5, 2013, in ছড়া. Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

উত্তর দিন