“বাসন্তী গান”


আইলোরে বসন্ত বাতাস

লাগলো আমার গায়ে’তে

(ওরে) সোনার অঙ্গ অঙ্গার হইলো

প্রাণ বন্ধু নাই ঘরেতে।

বন্ধু যেদিন বিদেশ গেলো

ফিরবো বলে কথা দিলো

(ওরে) পন্থপানে চাইয়া থাকি

মন বসেনা গৃহেতে।

 

আম গাছ কাঁঠাল গাছ

সবার অঙ্গে ফাগুন মাস

(ওরে) আমার অঙ্গে রং লাইগাছে

না পারি আর সহিতে।

 

এবার যদি আসে বন্ধু

মনে নিয়া প্রেমসিন্ধু

(ওরে) ভাবিয়া রাইখাছে যাদু

না দিবে আর যাইতে।।

 

(ঋতুরাজ বসন্তকে নিয়ে বাউলগান যতই লিখতে চাইনা কেনো‚ আসলে আমাদের সিলেটের বাউল কবিদের প্রভাব থেকে বের হওয়া কঠিন। নিজের মনের রঙ্গে কিছু লিখলেও মনে হয় এটাতো অনেক আগেই লেখা হয়ে গেছে! তবুও লেখার একটা ক্ষুদ্র প্রচেস্টা

About যাদব সূত্রধর

ভালবাসি পড়তে, লিখতে। স্বপ্ন চলচ্চিত্র নির্মাণ করা ।

Posted on মার্চ 30, 2015, in সঙ্গীত. Bookmark the permalink. 2 টি মন্তব্য.

  1. আহ! বাসন্তী বাউলা গান
    জুড়াইল প্রান

    শুভেচ্ছা রইলো দাদা

উত্তর দিন