“কিঞ্চিৎ বাঁশ!”


বাঁশঝাড়ে ঘাড়ের উপর
ঝুলে আছে বাঁশ
নড়াচড়া করেনা সে
ফেলছে শুধু শ্বাস।

একটু এদিক ওদিক হলে
বাঁশটা নড়ে যাবে
ধপাস করে করলে আঘাত
ঘাড়টা মচকে যাবে।

ঘাড়টাকে তাই সামলে রাখো
যেমন সামলাও ষাঁড়টা
ষাঁড়ের মতো হুংকার দিলে
জেগে উঠবে বাঁশটা।

বাঁশ জাগলে বিপদ আছে
বুঝবেনাতো আর কিছু
যতক্ষণ’না নাগাল পাবে
দৌড়বে পিছু পিছু।

প্রবাদ বলে, বাঁশ থেকে
কঞ্চি নাকি বড়
আসলেতো তা নহে ভাই
বাঁশকেই বড় ধরো।

বাঁশের জন্ম আগে হয়
কঞ্চি গজায় পরে
হালকা বাতাস লাগলে গায়ে
কঞ্চি নড়েচড়ে।

About যাদব সূত্রধর

ভালবাসি পড়তে, লিখতে। স্বপ্ন চলচ্চিত্র নির্মাণ করা ।

Posted on অক্টোবর 5, 2013, in ছড়া. Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

উত্তর দিন